আন্দোলনকারীদের প্রতিক্রিয়া বৃহস্পতিবার সকালে
রকারি চাকরিতে বিদ্যমান কোটা পদ্ধতি বাতিল বলে জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া ঘোষণার প্রেক্ষিতে বুধবারের জন্য কর্মসূচি সমাপ্ত করেছেন আন্দোলনকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। একই সঙ্গে তারা জানিয়েছেন, প্রধানমন্ত্রীর বক্তব্য বিচার বিশ্লেষণ করে বৃহস্পতিবার সকাল ১০টায় সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হবে।
কোটা সংস্কার দাবিতে আন্দোলনকারী মূল সংগঠন ‘সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’-এর সমন্বয়ক হাসান আল মামুন টেলিফোনে ঢাকাটাইমসকে জানিয়েছেন, তারা রাতে বসে প্রধানমন্ত্রীর বক্তব্য বিচার-বিশ্লেষণ করে বৃহস্পতিবার সকাল ১০টায় সংবাদ সম্মেলন করে সিদ্ধান্ত জানাবেন।
এর আগে বুধবার বিকালে সংসদে প্রধানমন্ত্রী বলেন, ‘যেহেতু কোটা থাকলে বার বার সংস্কারের দাবিতে আন্দোলন হবে, তাই আর কোটা পদ্ধতি রাখারই দরকার নেই। আমি বলে দিয়েছি, সরকারি চাকরিতে আর কোনো কোটা থাকবে না। সব নিয়োগই মেধার ভিত্তিতে হবে।’
এ সময় শিক্ষার্থীদের রাস্তা ছেড়ে ক্লাসরুমে ফিরে যাওয়ারও আহ্বান জানান প্রধানমন্ত্রী।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন