আন্দোলনের নামে অরাজকতা বরদাস্ত করা হবে না : আইজিপি
![](https://ournewsbd.net/wp-content/uploads/2018/09/image-15266-1518002047.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, কোনো ধরনের অরাজকতা, নাশকতা, আন্দোলনের নামে হুমকি, দেশকে অস্থিতিশীল করার কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না। পুলিশ সে জন্য ব্যবস্থা নিচ্ছে।
শনিবার সকাল পৌনে ১১টায় রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজে ‘বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান ২০১৮’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শেষে ফেরার পথে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন