আপনার ফোনে কী আঁড়ি পাতছে কেউ? জানুন ৫ উপায়ে

বর্তমান সময়কে যদি ব্যাখ্যা করতেই হয়, তবে বলাতেই হবে তথ্যপ্রযুক্তিগত উন্নতির বিষটির কথা৷ যা এক অন্য দিক নির্দেশ করেছে মানুষের তৎকালীন বেঁচে থাকাকে৷ কিন্তু তার পাশাপাশি এই উন্নতির প্রদীপের তলায় অন্ধকারটাও কম কিছু নেই৷ আপনার যা কিছু ব্যক্তিগত তা আর থাকছে না ব্যক্তিগত৷ চলে আসছে সর্বসাধারণের সামনে৷

ফোনে দু’দণ্ড যে কারও সঙ্গে একান্ত গোপন জিনিস আলোচনা করবেন তাও সম্ভবপর নয়{ কারণ ফোনেও আঁড়ি পাতা শুরু হয়ে গিয়েছে এই প্রযুক্তি বিপ্লবেরই হাত ধরে৷ কিন্তু কেউ আপনার ফোনেও আঁড়ি পাতছে কিনা তা বোঝার কী কোনও উপায় নেই?

দেখে নেওয়া যাক পাঁচটি সহজ উপায় যা বলে দেবে আপনার ফোন আঁড়ি পাতা থেকে কতটা সুরক্ষিত…

ব্যাটারির তাপমাত্রা: যদি আপনি বেশ কিছুক্ষণ ফোন ব্যবহার না করেন কিন্তু আপনার ফোনের ব্যাটারি গরম থাকে তবে নিশ্চই আপনার ফোনটি কোনও ভাবে ব্যবহার হচ্ছে৷ তার মানে আপনি ছাড়াও কেউ ফোনটি ব্যবহার করছে আপনার অজান্তেই৷

ফোনে বেশিক্ষণ চার্জ থাকছে না: একই ভাবে যদি আপনি ফোন ব্যবহার না করেন৷ অথচ ফোনের ব্যাটারির চার্জ বেশিক্ষন না থাকে তারমানে ফোনটি ব্যবহার হচ্ছে৷ ফলে বোঝাটা খুবই সহজ এর পেছনের আসল কারণটা৷ তবে এক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন ব্যাটারি লাইফ এলএক্স বা ব্যাটারি এলইডি-র মতো কোনও অ্যাপ৷ যা বাড়াতে পারে আপনার ব্যাটারি ব্যাকআপ৷

বন্ধ হতে দেড়ি হবে: ফোনটি বন্ধ করতে চাইছেন৷ কিন্তু তা হচ্ছে তো নাই বরং আপনার ফোনে থাকা তথ্য পাচার হয়ে যাচ্ছে অন্যের কাছে৷

অন্যান্য অবাক করা কার্যকলাপ: কিছু অদ্ভুত কার্যকলাপ যেমন হঠাৎ ফোন জ্বলে ওঠা, বা হঠাৎ বদ্ধ হয়ে যাওয়া, আপনার অজান্তেই ফোনে কোনও প্রোগ্রাম ইন্সটল হয়ে যাওয়া কিন্তু আপনার ফোনের জন্য ভালো লক্ষণ নয়৷

ব্যাকগ্রাউন্ড নয়েজ: ধরুন আপনি একজনের সঙ্গে ফোনে কথা বলছেন৷ কিন্তু ফোনের মধ্যেই বেশ কিছু আশ্চর্যকর আওয়াজ শুনতে পাচ্ছেন আপনি৷ তবে অশ্যই ব্যাপারটিকে হালকা ভাবে নেবেন না৷-কলকাতা২৪