আফগানিস্তানের কোচ হচ্ছেন ইউনিস?
এখনো খেলে যাচ্ছেন তিনি। অবশ্য ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান সিরিজের পরই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন পাকিস্তানের তারকা ক্রিকেটার ইউনিস খান। এরপর কী করবেন তিনি। কিন্তু এখনই খবর এসেছে, তিনি নাকি কোচ হতে চলছেন আফগানিস্তান জাতীয় দলের।
আফগানিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান আতিফ মাশাল জানিয়েছেন, ইউনিস আফগানিস্তানের কোচের দায়িত্ব নিতে রাজি হয়েছেন।
অবশ্য এই খবরটি অসত্য বলে উড়িয়েছেন ইউনিস। এ ব্যাপারে তিনি বলেন, ‘অবসর নেওয়ার পর ভবিষ্যৎ নিয়ে ভাবব। তবে এখনই আফগানিস্তানের কোচ হওয়ার ইচ্ছা নেই।’
তবে এই বিষয়টি একবার আলোচনা হয়েছে বলে স্বীকার করেন তিনি, ‘প্রায় তিন বছর আগে এই বিষয়ে একবার আলোচনা হয়েছিল। কিন্তু তখন আমি আফগানিস্তানের কোচের দায়িত্ব নিতে রাজি হইনি।’
অবশ্য পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক খুব একটা ভালো নয়। পাকিস্তান সফরে রাজি না হওয়ায় আফগান ক্রিকেট বোর্ডের ওপর বেশ ক্ষুব্ধ পিসিবি। এই অবস্থায় ইউনিসের আফগানিস্তানের কোচ হওয়ার বিষয়টি নিশ্চয়ই ভালোভাবে নেবে না পাক ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন