আফিম থেকে এবার হেরোইন বানানোর প্রযুক্তি পেল তালেবানরা
বহু বছর ধরেই আফিম উৎপাদন করেছিল আফগানিস্তানের তালেবানরা। তবে সেই আফিমকে হেরোইনে রুপ দেওয়ার প্রযুক্তি তাদের হাতে ছিল না।
আর তাই এতদিন তালেবানরা শুধু আফিম উৎপাদন করেই তা বিক্রি করেছে। তবে সম্প্রতি সে বাধা কাটিয়ে এবার হেরোইন উৎপাদনের প্রযুক্তি আয়ত্ত করেছে তারা। ফলে আতঙ্কিত হয়ে পড়েছে আশপাশের দেশগুলো।
কারণ তালেবানদের উৎপাদিত এ হেরোইন বিশ্বে দুটি বড় পরিবর্তন আনবে। প্রথমত, এ অঞ্চলে ও চোরাচালানিদের মাধ্যমে দূর-দূরান্তে পৌঁছে যাবে এ হেরোইন। ফলে যুবক সমাজ আগের তুলনায় বেশিমাত্রায় নেশাগ্রস্ত হবে।
দ্বিতীয়ত, হেরোইনের মতো নেশাদ্রব্যের সরবরাহ করে আগের চেয়ে বেশি আর্থিকভাবে লাভবান হবে তালেবানরা। ফলে তাদের অস্ত্র-বোমা কেনা সহজ হবে। আর্থিক সামর্থের পাশাপাশি সামরিক শক্তিতেও এগিয়ে যাবে তালেবানরা।
হেরোইন উৎপাদন প্রক্রিয়ায় কয়েকটি যন্ত্রপাতিসহ ল্যাবরেটরির প্রয়োজন হয়। আফগানিস্তানের পাহাড়ি অঞ্চলে এখন বিভিন্ন গুহার ভেতরে তালেবানরা এ ল্যাবরেটরি স্থাপন করেছে। যেসব যন্ত্রপাতি লাগে তার মধ্যে রয়েছে বেশ কয়েকটা ব্যারেল, রাসায়নিক রাখার জন্য গ্যালন জগ, জ্বালানি কাঠ, প্রেস মেশিন, জেনারেটর, পানির পাম্প, লম্বা হোস ও পর্যাপ্ত ভূগর্ভস্থ বিশুদ্ধ পানি তোলার ব্যবস্থা।
সূত্র : নিউ ইয়র্ক টাইমস
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন