আবারও একাত্তর টিভির ওয়েবসাইট হ্যাক
বাংলাদেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল একাত্তর টিভির ওয়েবসাইট (https://ekattor.tv/) আবারও হ্যাকিং এর শিকার হয়েছে।
বুধবার সন্ধ্যা ৭টার দিকে সাইটটি দ্বিতীয় দফায় হ্যাক হয়েছে।
এর আগে ৩১ জুলাই সোমবার দুপুরে সাইটটি হ্যাক করেছিল তুরস্কের হ্যাকার ব্ল্যাকম্যান। তখন হ্যাক করা সাইটে দেখা যায় সাইটের মূল অংশে ডান দিকে একজন অস্ত্র হাতে নিয়ে দাঁড়িয়ে আছে এবং ব্যাকগ্রাউন্ডে তুরস্কের পতাকা টানিয়ে দিয়ে নিচে লেখা হয়েছিল ‘হ্যাক বাই ব্ল্যাকম্যান’।
আর এবার লেখা হয়েছে আমরা বাংলাদেশি হ্যাকার। তবে কোনো হ্যাকার গ্রুপ হ্যাক করেছে তা উল্লেখ করা হয়নি।
আগেরবার হ্যাক করার সময় হ্যাকার কোন কারণ উল্লেখ না করলেও এবার হ্যাক করে বাংলায় লেখা হয়েছে, ‘নাস্তিক মিডিয়া: ইসলাম বিদ্বেষী কার্যক্রম বন্ধ কর’। ইংরেজিতে বড় করে ‘আল্লাহ্’ এবং আরবিতে আল্লাহ্র সাতটি গুণবাচক নাম লেখা হয়েছে।
রাত সাড়ে ১২টায় এই প্রতিবেদন লেখার সময়ও একাত্তার টিভির ওয়েবসাইটটি হ্যাক অবস্থায় ছিল এবং হ্যাক করা সাইটে প্রবেশ করলে আরবি গান শুনতে পাওয়া যায়।
এর আগে ২০১৩ সালের ৫ মে একাত্তর টিভির ওয়েবসাইট হ্যাক করে প্রধানমন্ত্রীর মৃত্যুর খবর প্রকাশ করেছিল হ্যাকাররা।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন