আবারও কমলো স্বর্ণের দাম
বিশ্ববাজারে দরপতনের কারণে কমলো স্বর্ণের দাম। ভরি প্রতি ১ হাজার ৯৮৩ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি-বাজুস।
ফলে এক সপ্তাহ আগের রূপে ফিরে এসেছে দর। বুধবার সকাল থেকেই নতুন দাম কার্যকর হয়েছে। এতে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম পড়ছে ৭২ হাজার ৬৬৭ টাকা। ২১ ক্যারেটের স্বর্ণ বিক্রি হচ্ছে, ৬৯ হাজার ৫১৭ টাকায়। আর সনাতন পদ্ধতিতে প্রতি ভরির দাম ৫০ হাজার ৪৪৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
তবে রুপার দরে কোনো হেরফের নেই। ২২ ক্যারেট রুপার ভরির দাম এক হাজার ৫১৬ টাকা। বাজুস বলছে, করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় শঙ্কিত বৈশ্বিক অর্থনীতি, ডলার ও তেলের দরপতন, আন্তর্জাতিক ও দেশের বাজারে সোনার দাম উত্থান–পতন চলছে। তা সত্ত্বেও ব্যবসার অচল অবস্থা কাটাতে ও ভোক্তা সাধারণের কথা চিন্তা করে ভরিতে ২ হাজার টাকা দর কমানো হয়েছে। এর ফলে, চলতি বছরের প্রথম মাসেই দুই দফা সোনার দামে পরিবর্তন আসলো।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন