আমরা কোন দল বা ব্যক্তিকে ভয় করলে নতুন ফ্যাসিস্ট তৈরি হওয়া শুরু হবে: সারজিস

জাতীয় নাগরিক পার্টির দেশ গড়তে জুলাইয়ের পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে বুধবার (৯ জুলাই) রাত সাড়ে ১০ টায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এ সময জাতীয় নাগরিক পার্টির উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সারজিস বলেন,”যে দিন আমরা কোন একটা দল, ব্যক্তি কিংবা বসকে আবার ভয় পাওয়া শুরু করবো প্রশ্ন করা থামিয়ে দিব, এই দিন থেকে আরেকটা ফ্যাসিস্ট তৈরি হওয়ার প্রক্রিয়া শুরু হবে।”
এসময় আরো উপস্থিত ছিলেন, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা। এছাড়াও ইবি শাখা সমন্বয়ক এস এম সুইট, সহ-সমন্বয়ক তানভীর মন্ডল, ইয়াসিরুল কবীর সৌরভ এবং গোলাম রব্বানী উপস্থিত ছিলেন।
তিনি আরো বলেন, “আমরা দেখেছি রাজনীতিবিদরা সামনে এসে বড় বড় কথা বলে কিন্তু ভিতরে ভিতরে তাদের মধ্যে বোঝাপড়া চলছে, এক সাথে ব্যবসা প্রতিষ্ঠান চালায়। এই লড়াইটাকে রাজনৈতিক দলের মধ্য দিয়ে শুরু করতে হয়েছে। কারণ কোন স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্ম দিয়ে আগামীতে কোন রাজনৈতিক দলেকে মোকাবেলা করা যাবে না। আমাদের লড়াইটা রাজনৈতিক দল হিসেবে চালিয়ে যেতে হবে।
সার্জিস বলেন, সরকারের পক্ষে একটা পুরাতন স্টাবলিশমেন্ট এটাকে পরিবর্তন করার ছোট্ট একটা অংশ। এখন আমাদের কাজ হচ্ছে এই পরিবর্তনের ধারাবাহিকতা কে সেভ দিয়ে এটাকে কমপ্লিট করা। পুরাতন যারা ছিল স্টাবলিশমেন্ট তারা একসাথে ঐক্যবদ্ধভাবে ভাগ বাটোয়ারা পার্সেন্টেজটা শুধু চেঞ্জ করে। আগে ছিল ৩০-৭০ এখন হয়েছে ৭০-৩০।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন