‘আমাকে ঘিরে সুন্দরী মহিলারা উৎসব করতে পছন্দ করেন’

ট্র্যাক অ্যান্ড ফিল্ডের রাজা তিনি। ট্র্যাকে নামলেই ঝড় তুলেছেন। সেই উসাইন বোল্ট ট্র্যাক থেকে অবসর নিয়েছেন। কিন্তু মাঠের বাইরের উদ্দাম জীবন তাঁর আগের মতোই চলছে। এবার বিশ্বের দ্রুততম মানবের সঙ্গে নাম জড়িয়ে গেল অস্ট্রেলিয়ার জনপ্রিয় মডেল জ্যাকুই লিব্রিও’র।
অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমের খবর, গত সপ্তাহে ডার্বি ডে পার্টিতে লিব্রিও সঙ্গে অত্যন্ত অন্তরঙ্গ অবস্থায় দেখা যায় বোল্টকে। শুধু তাই নয়। পার্টির ফাঁকেই একে অপরের সঙ্গে মোবাইল ফোনের নম্বরও আদানপ্রদান করেছেন। যদিও বোল্ট সেই বিষয় নিয়ে বিশেষ একটা চিন্তিত নন। তিনি বলেছেন, ‘আমি যেখানেই যাই, আমাকে ঘিরে সুন্দরী মহিলারা উৎসব করতে পছন্দ করেন। আমি তাঁদের হতাশ করতে পারি না। তাই কিছুটা সময় কাটাতে হয়।’
সোশ্যাল মিডিয়ায় লিব্রিও খুবই জনপ্রিয়। অস্ট্রেলিয়ার একটি সংবাদপত্র মঙ্গলবার জানিয়েছে, ওই পার্টিতে লিব্রিওকে আলাদাভাবে ডেকে নিয়ে গিয়ে বোল্ট নাকি তাঁকে রাতে হোটেলে একসঙ্গে ডিনার করার আমন্ত্রণ জানিয়েছিলেন। সেই আমন্ত্রণে সাড়াও দিয়েছেন লিব্রিও। যদিও তা নিয়ে বোল্ট কিছু বলতে চাননি।
তবে গুঞ্জন উসকে দিয়েছেন লিব্রিও। মেলবোর্নের একটি ফ্যাশন সংক্রান্ত ম্যাগাজিনে দেওয়া সাক্ষাৎকারে লিব্রিও স্বীকার করেছেন তাঁর সঙ্গে বোল্টের পার্টিতে আলাপ হওয়ার ঘটনা। তিনি বলেছেন, ‘আমি বোল্টের বড় ভক্ত। বহুদিন থেকেই ওর সঙ্গে কথা বলার ইচ্ছা ছিল। সেটা এবার বাস্তবায়িত হয়েছে।’ সেখানেই না থেমে লিব্রিও জানিয়েছেন, বোল্টের আমন্ত্রণে তিনি ডিনারও করতে গিয়েছিলেন। তাঁর কথায়, ‘বোল্টের মতো সহজ-সরল মানুষ খুব কমই রয়েছে। ওর সঙ্গে সময় কাটিয়ে আমি নিজেকে ধন্য মনে করছি।’

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন