‘আমার কাছে কোন সন্ত্রাসীর স্থান নাই’ : কলাপাড়ায় এমপি মুহিব
‘আমি কোন সন্ত্রাসীদের লালন করিনা। জননেত্রী শেখ হাসিনা সন্ত্রাসীদের প্রশ্রয় দেন না। ফলে আমার কাছেও সন্ত্রাসীদের কোন স্থান নেই। আমার কোন গ্রুপ নেই, কোন বাহিনী নেই। তৃনমুলের নেতাকর্মীরাই আমার সব। কারন তারাই বঙ্গবন্ধুর নৌকায় ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছেন।’
শুক্রবার শেষ বিকালে পটুয়াখালীর কুয়াকাটা আওয়ামী দলীয় কার্যালয়ে ২৫০ জন অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণকালে এসব কথা বলেন স্থানীয় সংসদ সদস্য মহিববুর রহমান।
তিনি আরো বলেন, ‘আমি আমার নির্বাচনী যে ওয়াদা সাধারণ মানুষকে দিয়েছিলাম সে কথা আমি রেখেছি। কলাপাড়ায় আগে ধান কাটার মৌসুমে শালিস বানিজ্য হতো, সাবরেজিস্ট্রি অফিসে দলিল করতে গেলে একটা চাঁদাবাজ গ্রুপকে টাকা দিতে হতো, থানায় দালালি ছিলো, ইউএনও অফিসে দালালী ছিলো, কুয়াকাটায় জমি বিক্রি করতে ভ‚মি দস্যুদের দৌরাত্ব ছিলো। আমি তা বন্ধ করতে সক্ষম হয়েছি। এছাড়া কলাপাড়ায় বেশ কয়েকটি সন্ত্রাসী গ্রুপ ছিলো, ভাই গ্রুপ ছিলো। এরা মানুষকে জুলুম নির্যাতন করতো। এখন তাদের যায়গা নেই। তাদের কার্যক্রম নেই। কারণ আমার কাছে এসব সন্ত্রাসীদের কোন স্থান হয়নি।’
অনুষ্ঠানে কুয়াকাটা পৌর আওয়ামী লীগ সভাপতি আবদুল বারেক মোল্লা,সাংগঠনিক সম্পাদক মো.মাহাবুবসহ আওয়ামী দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে মহিপুর আওয়ামী দলীয় কার্যালয়ে ও আলীপুরে ৫ শতাধিক অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করেন সাংসদ মহিববুর রহমান।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন