আমার জয়া || আফসান আলম

আমার জয়া
-আফসান আলম


আমি আগেই বলেছিলুম
আগেই বলেছিলুম এই মেয়ের কিছু একটা করা দরকার
নইলে পরে কিছু করে বসবে
কেউ শুনলে না আমার কথা-কেনোইবা শুনবেন?
মেয়েকে আশকারা দিতে হবে না!
এবার, এবার হল’তো?
যেমনি বাবা তেমনি মেয়ে
নুন আনতে পান্তা ফুরোয়-মেয়ে আরো পড়বে!

বাবা বলতো-
তাই বলে কি মেয়ে পড়বে নারে বউ
মেয়ে কি তবে কিছুই শিখবে না
উত্তরে মায়ের কন্ঠ মলিন
শিখবে না কেনো-ঘরের কাজ কম্ম শিখবে।
বাবা বলতো
মেয়ে হয়ে জন্মেছে, তা শিখবে বটে।
মেয়ে আমার পড়ে-লিখে এক মস্ত মানুষ হবে।

তারপর?
তারপর লোকে তারে ধন্যি ধন্যি করবে,
তোকে আমাকে দেখে বলবে –
দেখ দেখ জয়ার বাবা যাচ্ছে – জয়ার মা যাচ্ছে।
হ্যাঁ হ্যাঁ! জেগে জেগে স্বপ্নই দেখো কেবল,
এতো পড়ে করবে কি শুনি?
মেয়ে আমার বড় ইঞ্জিনিয়র হবে,
গ্রামের ভাঙ্গা রাস্তা ঠিক হবে,
গ্রামের জনমানুষের দুঃখ গুছবে।
দেশ বিদেশ থেকে লোক আসবে
সবাই তাকে ধন্যি ধন্যি করবে।
তাছাড়া মেয়ের বয়সই কি হলো যে এখনি বিয়ে?
মেয়ে আমার আরো পড়বে-
মস্ত এক মানুষ হবে,
লোকে তারে ধন্যি ধন্যি করবে!
তুই হবি ধন্যি জায়া
ধন্যি হবে আমার জয়া!