‘আমি কারো বোলিং অ্যাকশনে পরিবর্তন আনিনি’
আগের সেই বোলিং ধার নেই মোস্তাফিজের। অনেকেই বলেছেন, বোলিং অ্যাকশনে পরিবর্ত করার ফলেই এমন অবস্থা কাটার বয়ের। তারা আঙুল তুলেন বোলিং কোচ কোর্টনি ওয়ালশের দিকে। নিন্দুকেরা বলছেন, ওয়ালশের কারণেই বোলিংয়ে খেই হারিয়ে ফেলেছেন মোস্তাফিজ।
এমন আলোচনায় বিরক্ত ক্যারিবিয়ান কিংবদন্তি কোর্টলি ওয়ালশ। স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি কারো বোলিং অ্যাকশনে পরিবর্তন আনেননি। মঙ্গলবার মিরপুরে তিনি বলেন, ‘আসলে ধরতে গেলে ওদের সঙ্গে পুরোপুরি কাজ করার সুযোগ আমি এবারই পেলাম। আমি আসার পর থেকে তো ওরা টানা খেলার মধ্যেই ছিল। টুর্নামেন্ট বা সিরিজ চলার সময়ে বাড়তি কোনো বিষয় নিয়ে কাজ করা কঠিন। আমি সেটা করিনি। কেউ কউ বলছে ওদের বোলিং অ্যাকশন নাকি আমি বদলে ফেলেছি। আসলে এসবে কিছুই হয়নি। আমি ওদের সাহায্য করছি এবং অনুপ্রেরণা যোগাচ্ছি।’
কোচ হয়ে বাংলাদশে আসার পর এই প্রথম হাতে লম্বা সময় পেলেন ওয়ালশ। আর এই সময়টাতে পেসারদের ভুলগুলো শোধরানোর ভালো সময় মনে করছে এ বোলিং কিংবদন্তি। তিনি বলেন, ‘হ্যাঁ, ওদের মধ্যে অনেক ভুল দেখেছি। আর এ কারণেই আমি আগেভাগে এখানে চলে এসেছি। কারণ ভুলগুলো শোধরানোর এটাই উপযুক্ত সময়। খেলার মধ্যে থাকলে যেটা সম্ভব হয়ে ওঠে না।’
এরই মধ্যে উন্নতি লক্ষ্য করেছেন বোলিং কোচ। সামনে আরো উন্নতি হবে বলে আশা করছেন তিনি। ওয়ালশ বলেন, ‘আমরা চেষ্টা করে যাচ্ছি নির্দিষ্ট কিছু জায়গায় উন্নতি করার। কিছু উন্নতি হয়েছেও। তবে আবহাওয়ার কারণে উন্নতিটা সেভাবে হয়নি। আমরা সময় নষ্ট করছি না। সুযোগ পেলেই আউটডোরে কাজ করছি। আবহওয়ার কারণে আউটডোরে সম্ভব না হলে ইনডোরে ক্রিকেট আলোচনায় মিলিত হচ্ছি। আমরা বসে নেই।’
অভিজ্ঞতা একটি বড় ব্যাপার মনে মরেন ওয়ালশ। মাশরাফি ছাড়া তেমন অভিজ্ঞ পেসার নেই দলে। অনভিজ্ঞরা কীভাবে কন্ডিশন কাজে লাগাতে হয় সেটা পুরোপুরি ধরতে পারেন না বলে জানান ওয়ালশ। তিনি বলেন, ‘আমাদের দলে সেরা অভিজ্ঞ পেসার হলেন মাশরাফি। তিনি জানেন কীভাবে কন্ডিশন কাজে লাগাতে হয়। মাশরাফি ওদের পরামর্শও দেন। বিভিন্ন কন্ডিশনে খেলার অভিজ্ঞতা থেকে ওরা শিখবে। নিউজিল্যান্ড, ভারত, শ্রীলঙ্কা ও ইংল্যান্ড ট্যুর ওদের কাজে আসবে এবং এখান থেকে ওরা শিখবে।’
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন