আমি ছাড়া কি পাকিস্তানের সবাই ‘সৎ ও ধার্মিক’ : নওয়াজ

প্রধানমন্ত্রী পদে থাকার অযোগ্য ঘোষিত নওয়াজ শরীফ এখনও পাকিস্তানি সুপ্রিমকোর্টের রায় মেনে নিতে পারেননি।

তাই তিনি প্রশ্ন তুলেছেন তিনি ছাড়া কি পাকিস্তানের সবাই ‘সৎ ও ধার্মিক’।

গত শুক্রবার পাকিস্তানের সর্বোচ্চ আদালত পানামা পেপারস কেলেংকারিতে নওয়াজ ও তার পরিবারের সদস্যদের নাম আসায় প্রধানমন্ত্রী পদে থাকার অযোগ্য ঘোষণা করেন নওয়াজকে। আর এ রায়ের পর প্রধানমন্ত্রী পদ থেকে সরে দাঁড়ান নওয়াজ।

এরপর পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ’র এক বৈঠকে নিজেকে নির্দোষ দাবি করেন নওয়াজ। তিনি বলেন, ‘আপনাদের গর্ব হওয়া উচিৎ যে আপনাদের নেতার গায়ে দুর্নীতির কোনো দাগ নেই। আমি গর্বিত যে আমাকে দুর্নীতির দায়ে অযোগ্য বলে ঘোষণা করা হয়নি।’

ওই বৈঠকে নওয়াজ তার উত্তরসূরি হিসেবে ভাই পাঞ্জাবের মূখ্যমন্ত্রী শাহবাজ শরীফের নাম ঘোষণা করেন।

বৈঠকে নওয়াজ আরও দাবি করেন, প্রধানমন্ত্রী থাকাকালে কোনও কমিশন বা উপরি গ্রহণ করেননি। একই সঙ্গে নিজের নীতির সঙ্গেও তিনি কখনও আপোষ করেননি বলে মন্তব্য করেন তিনি।

নওয়াজ এসময় প্রশ্ন তুলেন, ‘শুধু কি আমার পরিবারকেই দায়বদ্ধ করা উচিত? পাকিস্তানের সবাই কি ‘সৎ এবং ধার্মিক’?’

নওয়াজ বলেন, ‘আমি বিবেকের কাছে পরিস্কার। আমি যদি কোনও অন্যায় করে থাকি এবং এই দেশ থেকে অনৈতিক কোনও কিছু নিয়ে থাকি আমি নিজের কাছেই অপরাধী হতাম।’