আমি টয়লেটের চৌকিদার, এজন্য আমি গর্বিত : মোদি
“আমি টয়লেটের চৌকিদার এবং আমি এজন্য গর্বিত। শৌচাগারের চৌকিদার হিসেবে আমি কোটি কোটি হিন্দুস্তানী নারীর সম্মানের রক্ষা করতে পেরেছি।” আজ ভারতের মহারাষ্ট্রে লোকসভা নির্বাচনের জন্য একটি নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে রাহুল গান্ধীর সমালোচনার পাল্টা হিসেবে এমন কথা বলেন নরেন্দ্র মোদি।
মোদি বলেন, দুই দিন আগে কংগ্রেসের নেতা তাকে ‘টয়লেটের চৌকিদার’ বলে ডেকেছিলেন। মোদি জিজ্ঞেস করেন, ‘এধরনের মন্তব্য স্যানিটেশন কর্মীদের অপমান নয়? আপনার দেয়া (রাহুলের) গালি আমার জন্য অলঙ্কার।”
গতকাল রাহুল মোদির ‘চৌকিদার’ প্রচারণাকে ব্যঙ্গ করে বলেছিলেন, ‘তিনি টয়লেটের চৌকিদার’।
বিরোধী এনসিপি নেতা শরদ পাওয়ারকেও এক হাত নেন মোদি। তিনি বলেন, ‘কৃষক পরিবারের সন্তান শরদ যাদব৷ কিন্তু ক্ষমতার মোহে সেই বস্তবতা ভুলে গিয়েছেন মারাঠি এই নেতা৷’ সূত্র: এনডিটিভি
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন