‘আমি স্থিতিশীল প্রতিভাবান’
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে সাংবাদিক মাইকেল ওলফ যে বইটি লিখেছেন, তাতে তিনি দায়িত্ব পালনে অক্ষম বলে উল্লেখ করা হয়েছে।
কিন্তু ডোনাল্ড ট্রাম্প এর জবাবে নিজেকে একজন ‘স্থিতিশীল প্রতিভার’ মানুষ বলে দাবি করেছেন।
কয়েকটি টুইট বার্তায় ট্রাম্প দাবি করেন, তাঁর সবচেয়ে বড় গুণের একটি হচ্ছে তিনি মানসিকভাবে খুবই ধীরস্থির। তিনি বলেন, যেভাবে তিনি একজন ব্যবসায়ী থেকে টিভি তারকা এবং তার পর প্রেসিডেন্ট হয়েছেন—সেটাই প্রমাণ করে যে তিনি শুধু বুদ্ধিমান নন, একজন প্রতিভাবান।
‘ফাইয়ার অ্যান্ড ফিউরি’ নামে বইটির লেখক মাইকেল ওলফের সঙ্গে কখনো সাক্ষাৎ করেননি বলেও দাবি করেন ট্রাম্প।
এর আগে ওলফ বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, তাঁর প্রকাশিত তথ্যগুলো বুঝিয়ে দিয়েছে যে ট্রাম্প প্রেসিডেন্টের দায়িত্ব পালন করার উপযুক্ত নন, যা অনেক আগে থেকেই লোকে সন্দেহ করে আসছিলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন