আমিনুল ইসলাম মামুনের গল্পের বই ‘বিড়াল ও তেলাপোকা’
ছোটদের জন্য সাতভাই চম্পা প্রকাশনী থেকে এবারের বইমেলায় এলো সাহিত্যিক ও সাহিত্য সাংবাদিক আমিনুল ইসলাম মামুনের গল্পের বই ‘বিড়াল ও তেলাপোকা’। বইয়ের গল্পে একটি কর্মঠ তেলাপোকা ও একটি অলস বিড়ালের কাহিনী তুলে ধরা হয়েছে। ছোটদের জন্য শিক্ষণীয় এ গল্পের বইয়ের কভার ও ভেতর পুরোটাই চার রঙে ছাপা; যা বইটি পাঠে শিশুদেরকে একটু বেশিই মনোযোগী করে তুলবে।
শিশুদের জন্য ইতোপূর্বে প্রকাশিত হয়েছে লেখকের বেশকিছু বই। বইগুলোর মধ্যে রয়েছে- দুষ্টু ছেলের দল (ছড়া-২০০৪), কানামাছি (ছড়া-২০০৭), তারা জ্বলে কথা বলে (ছড়া-২০১৪), পরীর নাম লজ্জাবতী (শিশুতোষ গল্প-২০১৫), ভূত দেখেছি কয়েকবার (শিশুতোষ গল্প-২০১৫), ছড়ায় ছড়ায় বর্ণমালা (ছড়া-২০১৬), ঘুড়ির মাঠে আয় রে সবে (ছড়া-২০১৬), ঝুমঝুম রেলগাড়ি (ছড়া-২০১৬) প্রভৃতি।
আমিনুল ইসলাম মামুন সম্পাদনা করছেন ‘তুষারধারা’ নামক একটি সাহিত্য বিষয়ক ম্যাগাজিন। তার এবারের বইমেলায় সাতভাই চম্পা প্রকাশনী থেকে প্রকাশিত ‘বিড়াল ও তেলাপোকা’ বইটি মেলার ৫৫২ নং স্টলে পাওয়া যাচ্ছে। বইটির প্রচ্ছদ ও অলঙ্করণ করেছেন শিল্পী সোহাগ পারভেজ। মূল্য রাখা হয়েছে ১০০ টাকা মাত্র।
বইটির রকমারি লিংক : https://goo.gl/gnP1Qq
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন