আমেরিকার স্বাধীনতা দিবস উদযাপন
সোমবার (৪ জুলাই) বিকেলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং ফার্স্ট লেডি জিল বাইডেন হোয়াইট হাউসের সাউথ লনে ৪ জুলাই উপলক্ষ্যে সেনাবাহিনীর সদস্যদের পরিবারের জন্য বারবিকিউর আয়োজন করেছেন। এরপর তারা ন্যাশনাল মলে স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আতশবাজি প্রদর্শনী উপভোগ করবেন।
যুক্তরাষ্ট্রের ক্যালেন্ডারে জুলাইয়ের চতুর্থ দিনটি সম্ভবত সবচেয়ে দেশপ্রেমমূলক দিন। ব্রিটিশ শাসন পরিত্যাগ করে ১৩টি মূল উপনিবেশের যুক্তরাষ্ট্র গঠন করার সিদ্ধান্তকে উদযাপনের জন্য স্বাধীনতা দিবস পালন করা হয়।তবে ৪ জুলাই সে সিদ্ধান্ত নেয়া হয়নি।
প্রকৃতপক্ষে ১৭৭৬ সালের ২ জুলাই উপনিবেশের প্রতিনিধিরা স্বাধীনতার পক্ষে ভোট দিয়েছিল। তারা একটি দলিল অর্থাৎ স্বাধীনতার ঘোষণা অনুমোদন করে যা ভোটের ব্যাখ্যা দেয়। অনেকে বিশ্বাস করেন, ২ জুলাই অর্থাৎ ভোটের বার্ষিকীতে স্বাধীনতা দিবস উদযাপন করা উচিত। তবে ঘোষণার অনুলিপিগুলো এত ব্যাপকভাবে প্রচারিত হয়েছিল যে ৪ জুলাই স্মরণীয় দিন হয়ে ওঠে।
আধুনিক কালে কুচকাওয়াজ, পিকনিক, রাজনৈতিক বক্তৃতা এবং আতশবাজি ফোটানোর মাধ্যমে ৪ জুলাই উদযাপন করা হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন