আর নেই ভয়, গোমূত্র ক্যানসার করবে জয়!

গোমূত্রের সাহায্যে ক্যানসার নিরাময় সম্ভব। এমনটাই দাবি করেছেন ভারতের একদল বিজ্ঞানী। ওই বিজ্ঞানীরা জানান, ক্যানসারের কোষকে গোমূত্রের সাহায্যে ধ্বংস করতে সক্ষম হয়েছেন তারা।

ভারতের গুজরাটের জুনাগাদ কৃষি বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজির বিজ্ঞানীরা এ গবেষনা চালিয়েছেন।

ওই বিজ্ঞানীদের দাবি, গোমূত্রের ব্যবহারে মুখ, জরায়ুমুখ, শ্বাসযন্ত্র, কিডনি, ত্বক ও স্তন ক্যানসার নিরাময় করা যেতে পারে।

ওই গবেষক দলের একজন অধ্যাপক শ্রদ্ধা বাট বলেন, একদিনে নির্দিষ্ট সংখ্যক ক্যানসার কোষকে ধ্বংস করতে ঠিক কতটুকু গোমূত্র দরকার হয় এই গবেষণায় আমরা সেটি দেখতে পেয়েছি।

টোমার নামের অপর এক গবেষক বলেন, এরপর ইদুরের ওপর পরীক্ষা চালানো হবে। এ পরীক্ষায় সফল হলে নানা ধরনের ক্যানসারের জন্য ট্যাবলেট তৈরি করবো আমরা।

তার দাবি, কেমোথেরাপি দেওয়া হলে সুস্থ কোষও ধ্বংস হয়ে যায়। কিন্তু গোমূত্র কেবল আক্রান্ত কোষগুলোকেই মেরে ফেলে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া