আরব আমিরাতে প্রথমবারের মতো নারী বিচারক নিয়োগ
এবার সংযুক্ত আরব আমিরাতে প্রথমবারের মতো দুই নারীকে বিচারপতি হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। তারা হলেন খাদিজা আল মালাস ও আল কুতবি ।
এ সপ্তাহে আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান রাষ্ট্রীয় ডিক্রির মাধ্যমে তাদের দুজনকে বিচারক হিসেবে নিয়োগ দেন। খবর- আরব নিউজ।
দেশটির সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, দেশের উন্নয়নে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে এ পদক্ষেপ নেয়া হয়েছে।
এর আগে মধ্যপ্রাচ্যে ইসরাইল তাদের শরিয়া আদালতে প্রথমবারের মতো একজন আরব মুসলিম নারী অ্যাটর্নি হিসেবে নিয়োগ পান।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন