আর্জেন্টিনা ছাড়লে সাম্পাওলিকে পেতে চায় ৩ দেশ
শেষ দিকে রাশিয়া বিশ্বকাপের টিকিট পেলেও ট্রফির অন্যতম দাবিদার ছিল সাবেক বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। মেসিদের সেই স্বপ্ন পূরণ করতে পারেননি কোচ হোর্হে সাম্পাওলি। বিশ্বকাপের দৌড় থেমে যায় শেষ ষোলোতেই। ফলে গুঞ্জন ওঠে চাকরি ছাড়ছেন তিনি।
তবে আর্জেন্টিনার চাকরি ছেড়ে বেকার বসে থাকার সুযোগ নেই সাম্পাওলির। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে খবর, সাম্পাওলিকে কোচ হিসেবে পেতে উত্তর আমেরিকা তথা কনকাকাফ অঞ্চলের বিভিন্ন দেশ থেকে প্রস্তাব আসছে।
আর্জেন্টিনার টিভি স্পোর্টস চ্যানেল টিওয়াইসি স্পোর্টস এর বরাত দিয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক স্পোর্টস ওয়েবপোর্টাল স্টারস এন্ড স্ট্রাইপস এফসি বলছে, সাম্পাওলিকে হেড কোচের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়া কোস্টারিকা ও মেক্সিকোর মতো শক্তিশালী দলগুলোও তাকে প্রধান কোচ হওয়ার প্রস্তাব দিয়েছে।
যদিও এসব দেশের কোনটিকে তিনি সম্মতি জানিয়েছেন কিনা তা জানানো হয়নি। তার সহকারী কোচ ও আর্জেন্টাইন ফুটবলের আরও দুই কর্মকর্তা সরে দাঁড়ানোয় তিনিও পদত্যাগ করবেন এটা মোটামুটি নিশ্চিত।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন