‘আ’লীগ ক্ষমতায় গেলে কোরআন-সুন্নাহবিরোধী আইন হবে না’
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার দল ফের ক্ষমতা গেলে কোরআন-সুন্নাহবিরোধী কোনো আইন করা হবে না।
মঙ্গলবার সকাল ১০ রাজধানীর সোনারগাঁও হোটেলে দলের ইশতেহার ঘোষণায় এই প্রতিশ্রুতি দেন তিনি।
তিনি বলেন, দেশের জন্য কোরআন-সুন্নাহবিরোধী কোনো আইন করা হবে না। জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন করা হবে।
‘সংখ্যালঘু ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতি বৈষম্যমূলক সকল প্রকার আইন ও ব্যবস্থার অবসান করা হবে।’
প্রধানমন্ত্রী আরও বলেন, মিথ্যা তথ্য প্রচার ও অনাকাঙ্ক্ষিত গুজব নিরসনে কার্যকর ভূমিকা গ্রহণ করা হবে। সামাজিক দায়বদ্ধতা ও সমৃদ্ধ সাংবাদিকতা এবং সংবাদমাধ্যম উন্নয়নে সহায়তা করা হবে।
শেখ হাসিনা বলেছেন, টানা তৃতীয়বারের মতো রাষ্ট্রীয় ক্ষমতায় আসার সুযোগ পেলে তার দল টেকসই বিনিয়োগ ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করবে। এটাই তাদের এবারের অঙ্গীকার।
২০০৮ সালের দিনবদলের সনদ, ২০১৪ সালের এগিয়ে যাচ্ছে বাংলাদেশ এর পর আসন্ন ৩০ ডিসম্বরের নির্বাচনে আওয়ামী লীগের ইশতেহারের শিরোনাম দেওয়া হয়েছে সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ।
প্রতিটি ক্ষেত্রে আওয়ামী লীগের দলীয় অবস্থান, গত দশ বছরের অর্জন এবং আগামী দিনের লক্ষ্য ও পরিকল্পনা ধরে সাজানো হয়েছে ৮০ পৃষ্ঠার এই ইশতেহার।
ইশতেহারের শুরুতেই আওয়ামী লীগের ২১টি বিশেষ অঙ্গীকার তুলে ধরা হয়েছে, যেগুলোতে তারা জোর দেবে আবারও ক্ষমতায় যাওয়ার সুযোগ পেলে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন