আলুর দাম বৃদ্ধির আভাস দিয়ে যা বললেন বাণিজ্য উপদেষ্টা

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, আগামী এক মাসের ভেতরে আলুর দাম কিছুটা বাড়তে পারে। আমরা আলু রপ্তানিতে প্রণোদনা দিচ্ছি এবং রপ্তানিতে সহযোগিতা করছি। চাহিদা তৈরির চেষ্টা করা হচ্ছে। আলু রপ্তানির লক্ষ্য অর্জনে সরকার কাজ করছে। এই পদক্ষেপের মাধ্যমে চাষি ও ক্রেতা উভয়ের স্বার্থ সুরক্ষিত রাখা হবে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) জয়পুরহাটের আক্কেলপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বশিরউদ্দীন বলেন, হিমাগার কর্তৃপক্ষ বা কোনো অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেট করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে বাজার ব্যবস্থাপনা ও প্রশাসন ব্যবস্থা নেবে। সরকারের পক্ষ থেকে প্রতি কেজি আলু ২২ টাকা দাম নির্ধারণ করে দেওয়া হয়েছে।

সরকারি সফর সূচি অনুযায়ী, বাণিজ্য উপদেষ্টার হেলিকপ্টার শুক্রবার বেলা ১১টায় গোপীনাথপুর উচ্চবিদ্যালয় মাঠে অবতরণের কথা। সকাল থেকে প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত হন। উৎসুক জনতা গোপীনাথপুর উচ্চ বিদ্যালয়ের দুটি ফটকে বাণিজ্য উপদেষ্টা ও হেলিকপ্টার দেখতে ভিড় করছিলেন। তবে দেড় ঘণ্টা বিলম্বে দুপুর পৌনে একটার দিকে উপদেষ্টাকে বহনকারী হেলিকপ্টারটি উচ্চবিদ্যালয় মাঠে অবতরণ করে।