“আশুলিয়ায় নকল ওরস্যালাইন ও যৌন উত্তেজক পুড়িয়ে দেড় লাখ টাকা জরিমানা”
সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে প্রায় ১১ হাজার প্যাকেট নকল ওরস্যালাইন ও ১০ হাজার বোতল যৌন উত্তেজক সিরাপ পুড়িয়ে ধ্বংস করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় নকল পণ্য বিক্রির অভিযোগে ডিলার পয়েন্টটি সিলগালা ও এর মালিককে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (৩ এপ্রিল) দুপুরে আশুলিয়ার জামগড়া কাঁঠালতলা এলাকায় আবুল কালামের মালিকানাধীন ভাই ভাই এন্টারপ্রাইজে অভিযান পরিচালনা করা হয়।
ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শরিফুল ইসলাম জানান, বিভিন্ন নকল পণ্য বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে ওই ডিলার পয়েন্টে অভিযান পরিচালনা করা হয়। এসময় প্রায় ১১ হাজার প্যাকেট নকল ওরস্যালাইন ও ১০ হাজার বোতল যৌন উত্তেজক নিষিদ্ধ সিরাপ জব্দ করা হয়। পরে নকল পণ্য গুলো নিরাপদ স্থানে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এসময় নকল পণ্য বিক্রির অভিযোগে ভাই ভাই এন্টারপ্রাইজকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া ডিলার পয়েন্টে তালা ঝুলিয়ে সিলগালা করে দেয়া হয়েছে।
তিনি আরও জানান, মালিক আবুল কালাম রাজধানীর চকবাজারসহ বিভিন্ন স্থান থেকে নকল পণ্য এখানে এনে মজু করে বিক্রি করতেন।
আগামীকাল তাকে ভোক্তা অধিকার সংরক্ষণের কার্যালয়ে গিয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। আমাদের এধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন