আসছে এ বছরের সেরা সুপারমুন, দেখা যাবে বাংলাদেশ থেকেও
আগামী ১৯ ফেব্রুয়ারি (মঙ্গলবার) পৃথিবীর খুব কাছে চলে আসবে চাঁদ। এদিন দেখা মিলবে সুপারমুনের।
নাসা বলছে, মঙ্গলবারের সুপারমুনটিতে যে চাঁদ দেখবে পৃথিবীবাসী তা হবে এ বছরের সবচেয়ে বড় ও উজ্জ্বল।
এদিন চাঁদ পৃথিবী থেকে ৩ লাখ ৬০ হাজার কিলোমিটারেরও কম দূরত্বে অবস্থান করবে বলে জানিয়েছেন মহাকাশ গবেষকরা।
চাঁদকে স্বাভাবিকের চেয়ে ১৪ দশমিক ১ ভাগের বেশি উজ্জ্বল দেখাবে।
মঙ্গলবারের ওই সবচেয়ে বড় চাঁদ দেখার সুযোগ মিলবে বাংলাদেশের বাসিন্দাদেরও।
বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৫৩ মিনিট থেকে দেখা যাবে সুপারমুনকে।
তবে জ্যোর্তিবিজ্ঞানীরা জানিয়েছেন, চাঁদ ওঠার কিছুক্ষণ পরপরই সুপার মুন দেখার সবচেয়ে সেরা সময়।
এ ধরনের সুপারমুনকে ‘পূর্ণ বরফ চাঁদ’ বলা হয়ে থাকে।
এ সময়ে পৃথিবীর বেশিরভাগ অঞ্চলে তুষারপাতের পরিমাণ বেড়ে যায় বলেই এমন নাম।
এছাড়াও এ চাঁদকে স্ট্রোম মুন, হাঙ্গার মুন ও বোন মুনও বলা হয়ে থাকে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন