আসছে ব্যান্ড স্বর্গের নতুন মিউজিক ভিডিও ‘পিরিতি শিখাইয়া’
মুক্তি পেতে যাচ্ছে ব্যান্ড স্বর্গের একটি নতুন মিউজিক ভিডিও “পিরিতি শিখাইয়া”। ফোক ধাচের এই গানটির মূল শিল্পী হিরু ফকির। এবার নতুন আঙ্গিকে নিয়ে আসছে ” ব্যান্ড স্বর্গ”।
আসন্ন রমজান ঈদকে উপলক্ষ্য করেই ২৩-শে রমজানে সিডি চয়েস মিউজিকের ব্যানারে মুক্তি পেতে যাচ্ছে গানটি।
স্বর্গ ব্যান্ডের ভোকাল মাহতাব সুজন বলেন, বাংলার ফোক গানকে বর্তমান যুগের কাছে আরো গ্রহনযোগ্যতা বৃদ্ধির লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। মূল শিল্পীর গাওয়া গানটির কথা ও সুর ঠিক রেখে আমরা আমাদের মতো করে নতুন কিছু একটা করার চেষ্টা করেছি মাত্র। আমরা আশাবাদী গানটি অবশ্যই সবার গ্রহনযোগ্যতা পাবে।
সাইফ সোহানের সঙ্গীতায়োজন ও আরাফাত নিলয়ের ভিডিও পরিচালনায় ২৩-শে রমজানে সিডি চয়েস মিউজিকের ইউটিউব চ্যানেলে পাওয়া যাবে ব্যান্ড স্বর্গের পিরিতি “শিখাইয়া”।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন