আহত হয়ে হাসপাতালে হিরো আলম
মিউজিক ভিডিওর শুটিং করতে গিয়ে আহত হয়েছেন আশরাফুল আলম ওরফে হিরো আলম।
বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) বিকেলে রাজধানীর বনশ্রীতে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর তাৎক্ষণিকভাবে তাকে বনশ্রীর ফরাজী হাসপাতালে নেয়া হয়।
হিরো আলমের সহকারী নজরুল ইসলাম জানান, বনশ্রীতে একটি মিউজিক ভিডিওর শুটিং করছিলেন হিরো আলম। এ সময় তার বাম হাতে রড ঢুকে যায়।
আমিরুল মোমেনীন মানিকের কথা, সুর ও কণ্ঠের গান নিয়ে ‘সাহসী হিরো আলম’ শিরোনামে একটি মিউজিক ভিডিওর শুটিং করছিলেন তিনি। এসময় দুর্ঘটনায় পড়েন তিনি।
ইউটিউবে বিচিত্র অভিনয়, গান আর নাচ দেখিয়ে দেশব্যাপী ব্যাপক আলোচনায় আসেন হিরো আলম। সবশেষ একাদশ জাতীয় নির্বাচনে অংশ নিয়ে আলোচনা আরো তীব্র করেন।
বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিয়েছিলেন। পরে নির্বাচন বর্জন করেন তিনি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন