আহতদের দেখতে হাসপাতালে গেলেন অর্থমন্ত্রী
সিলেটে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের ব্যক্তিগত গাড়ি ধাক্কায় ১০ জন আহত হয়েছেন। আহতদের দেখতে শুক্রবার বিকেল ৩টার দিকে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে যান অর্থমন্ত্রী।
হাসপাতালে তিনি আহতদের চিকিৎসার খোঁজখবর নেন। তাদের যথাযথ চিকিৎসা দিতে তিনি সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
এসময় সিলেট জেলা প্রশাসনের পক্ষ থেকে অর্থমন্ত্রীর গাড়ি ব্রেকফেলের ঘটনায় আহতদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে প্রদান করা হয়।
প্রসঙ্গত, শুক্রবার বেলা ২টার দিকে নগরীর সোনারপাড়া মসজিদ সংলগ্ন সড়কে অর্থমন্ত্রীর গাড়ি ব্রেকফেল করে। এসময় অর্থমন্ত্রী গাড়িতে ছিলেন না। গাড়িটি সামনে থাকা কয়েকজনকে ধাক্কা দেয়। এতে আহত হন ১০ জন।
আহতদের মধ্যে আওয়ামী লীগ নেতা এসএম নুনু মিয়া, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরীর ব্যক্তিগত সহকারী কবিরুল ইসলাম কবির, যুবলীগ নেতা মানিক, ছাত্রলীগ নেতা নাসির প্রমুখ রয়েছেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন