আড়াই লাখ রোজাদার এক সঙ্গে ইফতার করেন মসজিদে নববীতে

বিশ্বের সবচেয়ে বড় ইফতার আয়োজন করা হয় সৌদি আরবের মদিনায় মসজিদে নববীতে। এক দশমিক দুই কিলোমিটার এলাকা জুড়ে দস্তরখানা বিছিয়ে আড়াই লাখ রোজাদার এক সঙ্গে ইফতার করেন মসজিদে নববীতে।

বিশ্বের সর্ববৃহৎ ওই ইফতার আয়োজনে মদিনার স্থানীয় বাসিন্দারা অংশ নেন। বিত্তবান বাসিন্দারা নিজেদের বাড়ি থেকে গাছের খেজুর ও নানা ধরনের খাবার নিয়ে আসেন। ওই খাবারগুলো উমরাহ পালনকারী ও সেখানে অবস্থানরত বিভিন্ন দেশের রোজাদারদের মধ্যে বিতরণ করা হয়।

ইফতারের মধ্যে থাকে খেজুর, লেবান (টক দই), শরবত, ফল, লাচ্ছি, রুটি, চা ও কফি। তৃষ্ণা নিবারণে থাকে জমজমের পানি। মসজিদের বাইরের ময়দানে থাকে খেবসাসহ (এক ধরনের বিরিয়ানি, সৌদি আরবের জাতীয় খাবার) নানা পদের খাবার। এ সময় কেউ নিজ বাড়িতে, কেউ রেস্টুরেন্ট থেকে ইফতার বানিয়ে পরিবেশন করেন।

ইফতারের ১৫ মিনিট আগে স্থানটি অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে পরিষ্কার করা হয়। শতবর্ষের এই ঐতিহ্য ধরে রাখতে ইফতারির সময় বিভিন্ন ধরনের খাবার পরিবেশনের প্রতিযোগিতা শুরু হয়।

মসজিদে নববীর রাস্তায় রাস্তায় শিশুরা দাঁড়িয়ে যায় ইফতার নিয়ে। প্রতিদিন আসরের নামাজের পর থেকে শুরু হয় ইফতার পরিবেশনের সব প্রস্তুতি। তবে মসজিদের ভেতর খেবসা নিয়ে ঢুকতে দেয়া হয় না।