ইইউকে এত সুসংগঠিত হতে দেখা যায়নি কখনো

ইউক্রেনে অস্ত্র পাঠানোর ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ইতিহাসে এই প্রথম এমন কোনো পদক্ষেপ নিতে যাচ্ছে ইউরোপীয় জোট।

রোববার (২৭ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ভন ডের লিয়েন বলেন, এটি ইতিহাসে সন্ধিক্ষণ হয়ে থাকবে।

এ ছাড়া রাশিয়া ও বেলারুশের বিরুদ্ধে আরও কিছু নিষেধাজ্ঞা ঘোষণার কথাও তিনি জানিয়েছেন। ইউরোপীয় আকাশপথেও রাশিয়াকে নিষিদ্ধ করা হয়েছে।

ইউক্রেন-রাশিয়া পরিস্থিতিতে জার্মানিও তাদের কঠোর প্রতিরক্ষানীতি পরিবর্তনে বাধ্য হয়েছে।

রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম রাশিয়া টুডে এবং স্পুৎনিকের ওপরও নিষেধাজ্ঞা আরোপের কথা জানান ফন ডের লিয়েন।

বেলারুশের বিষয়ে তিনি বলেন, ইইউর নিষেধাজ্ঞা বেলারুশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্ষেত্র এভং রফতানি পণ্যের ওপর পড়বে।

গত বৃহস্পতিবার প্রেসিডেন্ট পুতিনের নির্দেশে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ সৈন্যরা।

রাশিয়ার চার দিনের হামলায় ইউক্রেনের ৩৫২ জনের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে দেশটির সরকার জানিয়েছে।
অন্যদিকে ৪ হাজার ৩০০ রুশ সেনা নিহত হওয়ার দাবি করেছে ইউক্রেনের কর্তৃপক্ষ।