ইউএস-বাংলাকে বাংলাদেশ বিমানের ধাক্কা
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি ড্যাস-৮ উড়োজাহাজের সঙ্গে ধাক্কা লেগেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বোয়িংয়ের।
৭৭৭ উড়োজাহাজের ধাক্কায় ইউএস-বাংলা এয়ারলাইনসের ড্যাস-৮ উড়োজাহাজটি ক্ষতিগ্রস্ত হয়েছে। সোমবার গভীর রাতে এ ঘটনা ঘটে।
বিমানবন্দরের ফ্লাইট অপারেশন বিভাগ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ইউএস-বাংলা এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক কামরুল ইসলাম সকালে জানান, ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি ড্যাস-৮ উড়োজাহাজ পার্কিং করা ছিল।
এ সময় জেদ্দার উদ্দেশে ছেড়ে যেতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৭৭৭ উড়োজাহাজটি রানওয়েতে এলে দাঁড়িয়ে থাকা ইউএস-বাংলার বিমানটিকে ধাক্কা দেয়।
বিমানটি জেদ্দার উদ্দেশ্যে ছেড়েও যায় বলে জানান তিনি।
তিনি বলেন, বেশ কিছুক্ষণ পর যাত্রীবাহী ওই ৭৭৭ উড়োজাহাজটি ফের শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে এবং এ দুঘর্টনার পর বিমানটির নিরাপত্তা বিষয়টি খতিয়ে দেখে।
এর পর বিমানটি আবার আকাশে ওড়ে বলে জানান তিনি।
এ ঘটনায় ইউএস-বাংলা এয়ারলাইনসের বিমানটি ক্ষতিগ্রস্ত হয়েছে জানিয়ে তিনি বলেন, ক্ষতি পরিমান জানতে তদন্ত করছে শাহজালাল বিমান কর্তৃপক্ষ। তদন্ত রিপোর্ট এখনও তাদের হাতে আসেনি বলে জানান তিনি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন