ইউক্রেনের জন্য ৮০০ মিলিয়ন ডলারের সামরিক সহায়তার ঘোষণা যুক্তরাষ্ট্রের

ইউক্রেনের জন্য আরও ৮০০ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা প্যাকেজের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার (১৩ এপ্রিল) এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। খবর বার্তা সংস্থা এএফপির।

খবরে বলা হয়, মার্কিন সামরিক সহায়তায় আর্টিলারি সিস্টেম, সামরিক বাহিনীর সদস্য বহন করার বাহন ও হেলিকপ্টারও থাকছে।

বাইডেন বলেন, নতুন এই সহায়তা প্যাকেজে আরও বেশি কার্যকর ও ভারী অস্ত্র ব্যবস্থা থাকছে। এরই মধ্যে যার কিছু আমরা পৌঁছে দিয়েছি। এ সময় তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের দেওয়া এই অস্ত্র রাশিয়ার বিরুদ্ধে টেকসই প্রতিরোধ গড়ে তুলতে ইউক্রেনকে সহায়তা করবে।

এই সামরিক সহায়তা ঘোষণার আগে ফোনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গেও আলাপ করেছেন জো বাইডেন।

সূত্র : এএফপি