ইউক্রেনে‘শান্তি’ প্রতিষ্ঠায় ভারত- যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করবে : নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ওয়াশিংটন সফর চলাকালে বৃহস্পতিবার ইউক্রেনে ‘শান্তি’ প্রতিষ্ঠার ব্যাপারে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন। এতে রাশিয়ার সঙ্গে নয়াদিল্লির সম্পর্কের অবনতি ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
প্রেসিডেন্ট জো বাইডেনের পাশে দাঁড়িয়ে মোদি সাংবাদিকদের বলেন, ‘ইউক্রেন ঘটনার একেবারে শুরু থেকেই ভারত এ বিরোধের সমাধান, সংলাপ এবং কূটনীতির ওপর জোর দিয়ে আসছে।’
তিনি আরও বলেন, ‘ইউক্রেনের ‘শান্তি পুনরুদ্ধারের ব্যাপারে আমরা যে কোন উপায়ে অবদান রাখতে সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছি।’
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন




















