ইনজুরি সত্বেও সেরা তিনে মোস্তাফিজ

বাংলাদেশের ক্রিকেটে ধুমকেতুর মতো আবির্ভাব ঘটে মোস্তাফিজুর রহমানের। ভারতের বিপক্ষে অভিষেক ম্যাচেই এ পেসারের নৈপুণ্যে মুগ্ধ-বিস্মিত গোটা ক্রিকেট বিশ্ব। কিন্তু চোট বারবার তাকে আটকাতে তৎপর। তা সত্বেও এ বছর ২০১৭ সালে লাল সবুজের দলের সেরা তিন বোলারের একজন ফিজ।

বিদায়ের পথে ২০১৭ সাল। এ বছর বোলিংয়ে দেশের এক নাম্বার আসনটি দখলে নিয়েছেন সাকিব আল হাসান। দ্বিতীয় স্থানে আছেন তরুন মেহেদী হাসান মিরাজ। আর তৃতীয় অবস্থানে মোস্তাফিজুর রহমান। আসুন দেখ নেয়া যাক পরিসংখ্যান।

বিশ্বের অন্যতম সেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান। চলতি বছর দেশের জার্সি গায়ে টেস্টে ৭ ম্যাচের ১৪ ইনিংস বল করে ৩৩.৩৭ গড়ে নিয়েছেন ২৯টি উইকেট। ইনিংসে সেরা ফিগার ৬৮ রানে ৫ উইকেট। আর ম্যাচে ১৫৩ রানে ১০ উইকেট নিয়েছেন এই মহাতারকা।

দ্বিতীয় স্থানে থাকা তরুণ অল-রাউন্ডার মেহেদী হাসান মিরাজ ৮ ম্যাচের ১৫ ইনিংসে ৫৪.০৮ গড়ে নিয়েছেন ২৪ উইকেট। আর ৬ ম্যাচের ১১ ইনিংসে ৩৬.৩৭ গড়ে ১৬ উইকেট নিয়ে তৃতীয় স্থানে আছেন মোস্তাফিজুর রহমান। ওয়ানডেতে১১ ম্যাচের ১০ ইনিংস বল করে ৩২.৫৭ গড়ে ১৪ উইকেট নিয়ে সবার ওপরে তিনি। সেরা ফিগার ২৩ রানে ৪ উইকেট।

অপরদিকে ওয়ানডেতে ১৩ ম্যাচে ১৩ উইকেট নিয়ে দুই নম্বরে আছেন মাশরাফি। সেরা ৬৫ রানে ৩ উইকেট। তিন নম্বর স্থানে আছেন ম্যাশের প্রিয় ‘শিষ্য’ তাসকিন আহমেদ। ৯ ম্যাচে সদ্য বিবাহিত এই তরুণ পেসার তুলে নিয়েছেন ১০ উইকেট। সেরা ৪৭ রানে ৪ উইকেট। ৬ উইকেট নিয়ে সাকিব আছেন অনেকটা পিছিয়ে ৬ নম্বরে।

টি-টোয়েন্টির শীর্ষে আবারও সেই সাকিবের নাম। ৭ ম্যাচে ২৩.৩৭ গড়ে নিয়েছেন ৮ উইকেট। ২৪ রানে ৩ উইকেট তার সেরা ফিগার। ৫ ম্যাচে ২৪.৫০ গড়ে সমান ৮ উইকেট নিয়ে দুইয়ে আছেন গতি তারকা রুবেল হোসেন। সেরা ফিগার ৩১ রানে ৩ উইকেট। তিনে আছেন আবারও সেই মোস্তাফিজ। ৪ ম্যাচে নিয়ছেন ৫ উইকেট। ৫ ম্যাচে ৪ উইকেট নিয়ে চারে আছেন মাশরাফি। এ বছর মাত্র ৭টি টি-টোয়েন্টি খেলেছে বাংলাদেশ। সবগুলো বিদেশের মাটিতে। জয় পেয়েছে মাত্র ১টিতে।