ইন্দোনেশিয়ার নিকেল কারখানায় বিস্ফোরণে নিহত বেড়ে ১৮
ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে চীনের অর্থায়নে পরিচালিত নিকেল প্রক্রিয়াকরণ কারখানায় বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৮ জনে দাঁড়িয়েছে।
সুলাওয়েসি দ্বীপটি খনিজ সমৃদ্ধ দেশটির নিকেল উৎপাদনের একটি কেন্দ্র। নিকেল বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি এবং স্টেইনলেস স্টিলের জন্য ব্যবহৃত একটি বেস ধাতু।
শনিবার সকালে সেন্ট্রাল সুলাওয়েসি প্রদেশের মোরোওয়ালি ইন্ডাস্ট্রিয়াল পার্কে পিটি ইন্দোনেশিয়া সিংশান স্টেইনলেস স্টিলের (আইটিএসএস) মালিকানাধীন একটি কারখানার চুল্লিতে শ্রমিকরা মেরামত করার সময় এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে আটজন বিদেশি এবং ১০ জন ইন্দোনেশিয়ার নাগরিক এবং ২৪ জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আইটিএসএসের ক্লিনিকে আরও ছয়জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে, মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে ৩০ জনে।
প্রাথমিক তদন্তে দেখা গেছে, রক্ষণাবেক্ষণের জন্য বন্ধ থাকা চুল্লি থেকে অবশিষ্ট স্ল্যাগ বেরিয়ে আসার পরে বিস্ফোরণ ঘটে এবং এটা স্থানটির চারপাশে দাহ্য পদার্থের সংস্পর্শে আসে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন