ইন্দোনেশিয়ায় দিয়াশলাই কারখানায় আগুন, শিশুসহ নিহত ৩০
ইন্দোনেশিয়ার একটি বাড়ির ভেতরে থাকা দিয়াশলাইয়ের কারখানায় আগুন লেগে কয়েকটি শিশুসহ অন্তত ৩০ জন নিহত হয়েছেন বলে জানা গেছে।
শুক্রবার বিকেলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
স্থানীয় দুর্যোগ সংস্থার প্রধান রিয়ায়দিল লুবিস জানান, ‘আমরা জানি না কীভাবে আগুন লেগেছে, কিন্তু এটা নেভানো হয়েছে।
এএফপিকে তিনি আরো জানান, এই ঘটনায় কমপক্ষে তিনটি শিশুসহ ৩০ জন নিহত হয়েছেন।
স্থানীয় বাসিন্দা বুদি জুলকিফিল বলেন, ‘আমি জুমার নামাজের সময় বের হতে যাব, এমন সময়ে বিকট বিস্ফোরণের শব্দ শুনি।’
দুর্যোগ সংস্থার অপর কর্মকর্তা ইরওয়ান সিহারি বলেন, ‘সম্ভবত ওরা কারখানায় কাজ করতে আসার সময় শিশুদের নিয়ে এসেছিল। নিহতদের মৃতদেহ খুব বাজেভাবে পুড়ে যাওয়ায় সনাক্ত করা কঠিন হয়ে পড়ছে।
নিরাপত্তামূলক পদক্ষেপ মেনে না চলায় ইন্দোনেশিয়ায় প্রায়ই ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে বলে জানায় এএফপি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন