ইন্দোনেশিয়ায় পর্যটকবাহী বাস গিরিখাদে পড়ে নিহত ২১
![](https://ournewsbd.net/wp-content/uploads/2018/09/image-88578-1536467571.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে পর্যটকবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গিরিখাদে পড়ে অন্তত ২১ জন নিহত হয়েছেন।
স্থানীয় সময় শনিবার দুপুরে ওই দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও নয়জন। খবর এপি।
স্থানীয় পুলিশের মুখপাত্র ত্রানোউয়োদো বিস্নু আন্দিকো বলেন, চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি ৯৮ ফুট গভীর খাদে পড়ে যায়।
এ সময় ঘটনাস্থলেই ৬ জন নিহত হন। এর পর গুরুতর আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে এবং হাসপাতালে নেয়ার পর আরও ১৫ জন প্রাণ হারান।
হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের মধ্যে আরও ৯ জনের অবস্থা গুরুতর।
উল্লেখ্য, জাভার এ সড়কটি খুবই দুর্ঘটনাপ্রবণ। প্রায়ই এ পাহাড়ি রাস্তায় দুর্ঘনায় পর্যটকসহ বাসযাত্রীরা প্রাণ হারান।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন