ইন্দোনেশিয়ায় বাস পাহাড় থেকে নিচে, নিহত ২৫

ইন্দোনেশিয়ায় পর্যটকবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড় থেকে নিচে পড়ে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৬ জন।
শনিবার দেশটির পশ্চিম জাভাপ্রদেশের সুবাং অঞ্চলে এ দুর্ঘটনা ঘটে। খবর বিবিসি।
পুলিশ জানিয়েছে, ৪০ পর্যটক নিয়ে জাভার বানটেনপ্রদেশের দক্ষিণ টাঙ্গিরাং এলাকা থেকে দ্রুতগতিতে যাচ্ছিল বাসটি। পর্যটকরা তাংকুবান পাহাড়ের একটি ঝরনা দেখতে যাচ্ছিলেন।
পশ্চিম জাভাপ্রদেশের সুবাং এলাকায় ওই বাসটি একটি পাহাড়ি পথ দিয়ে নামার সময় একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি পাহাড় থেকে নিচে পড়ে যায়।
ওই বাস থেকে সব হতাহতকে বের করে আনা হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে। তবে তারা মনে করছে, হয়তো বাসটি ব্রেকফেল করতে পারে।
সুবাং হাসপাতালের মুখপাত্র মামাত দুদিরাখমাত বলেছেন, হাসপাতাল মর্গে মৃতদেহগুলো রাখা হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন




















