ইবি ছাত্রী নির্যাতনের ঘটনায় তদন্ত প্রতিবেদন দাখিল

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ নেত্রী সানজিদা চৌধুরী অন্তরা ও তার সহযোগীদের দ্বারা ২০২১-২২ শিক্ষাবর্ষের এক নবীন শিক্ষার্থীকে নির্যাতন ও বিবস্রের ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন আজ রেজিস্ট্রার কার্যালয়ে জমা দিয়েছে তদন্ত কমিটি।

রবিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে রেজিস্ট্রার এইচ এম আলী হাসান বলেন, আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক গঠিত তদন্ত কমিটির রিপোর্ট আজ পেয়েছি। আজকের মধ্যে আমরা এটা হাইকোর্টে পাঠিয়ে দিবো, কালকের মধ্যে হাইকোর্টে এটা সাবমিট হবে। এরপর হাইকোর্ট যে নির্দেশনা দিবে, সেই অনুযায়ী ব্যবস্থা নিবো।

এ বিষয়ে তদন্ত কমিটির আহবায়ক অধ্যাপক ড. রেবা মন্ডলের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি কাজে ব্যস্ত আছি, এ বিষয়ে আমি কিছু আর বলতে চাচ্ছি না।

প্রসঙ্গত, গত ১৫ ফেব্রুয়ারি ছাত্রলীগের সহ- সভাপতি সানজিদা চৌধূরী অন্তরা কর্তৃক ২০২১-২২ শিক্ষাবর্ষের ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের দেশরত্ন শেখ হাসিনা হলের অনাবাসিক ছাত্রীকে রাতভর র্যাগিং ও নির্যাতনের এর ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছিল।

কমিটিতে আইন বিভাগের সভাপতি অধ্যাপক ড. রেবা মন্ডলকে আহ্বায়ক করা হয়েছিল। কমিটিতে অন্যান্য সদস্যদের মধ্যে ছিল একাডেমিক শাখার উপ-রেজিস্ট্রার মো. আলীবদ্দীন খান (সদস্য সচিব),প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. দেবাশীষ শর্মা (সদস্য), খালেদা জিয়া হলের প্রভোস্ট অধ্যাপক ড. ইয়াসমিন আরা সাথী (সদস্য) এবং সহকারী প্রক্টর অধ্যাপক ড. মুর্শিদ আলম (সদস্য)।