ইবি শেখ রাসেল হল প্রভোস্টের দায়িত্ব গ্রহণ
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শেখ রাসেল হলের নতুন প্রভোস্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. আব্দুল কাদের। আজ রোববার হলের প্রভোস্ট কক্ষে এই দায়িত্ব হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মিন্নাতুল করিম, দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ অলী উল্লাহ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখার সমন্বয়কবৃন্দ উপস্থিত ছিলেন।
নতুন প্রভোস্ট অধ্যাপক ড. আব্দুল কাদের বলেন, এই দায়িত্ব দেওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আমি কৃতজ্ঞ। দায়িত্ব যথাযথভাবে পালন করব। আমার হলের খাবারের মান, শিক্ষার পরিবেশ ও হল সংশ্লিষ্ট সব বিষয়ে আমি কাজ করে যাব।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন