ইবিতে বঙ্গবন্ধু বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত
ইসলামী বিশ্ববিদ্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ আগস্ট) দুপুর ১ টায় বঙ্গবন্ধুকে নিয়ে কুইজ প্রতিযোগিতা উপ-কমিটির আয়োজনে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল কলা ভবনের গগণ হরকরা গ্যালারিতে এটি অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় ৮০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. শেখ রেজাউল করিম, আল-ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের সভাপতি ও সহযোগী অধ্যাপক ড. নাছির উদ্দীন ও সহযোগী অধ্যাপক ড. আলতাফ হোসেন ও পরিসংখ্যান বিভাগের প্রভাষক সিলভিয়া খানম।
উল্লেখ্য, পরে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ফলাফল প্রকাশ করা হবে। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারকারী শিক্ষার্থীদেরকে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে পুরষ্কৃত করা হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন