ইবিতে মুক্তিযোদ্ধাদের স্বরণে কবিতা আবৃত্তি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্বরণে কবিতা পাঠের আয়োজন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আবৃত্তি বিষয়ক সংগঠন ‘ আবৃত্তি আবৃ্ত্তি’ এর উদ্দেগ্যে ‘আসুন আমরা শুদ্ধতার চর্চা করি’ এই ব্যানারে অনুষ্ঠানটি পরিচালনা করা হয়।
শনিবার (১৭ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয় ডায়না চত্ত্বরে সকাল সাড়ে ১১ টায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সংগঠনটির অর্থ সম্পাদক জান্নাতুল ফারজানার সঞ্চালনায় এবং সভাপতি নাঈমা পারভীন নীলার সভাপতিত্বে উপস্থিত ছিলেন জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলাম, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবু হেনা মোস্তফা জামাল। এছাড়াও সংগঠনটির সাধারণ সম্পাদক হায়াতে জান্নাত, বিশ্ববিদ্যালয় সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ও সংগঠনটির সদস্যরা উপস্থিত ছিলেন।
অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলাম বলেন, কবিতা মানুষের মনকে প্রশস্ত করে। যা আমি আমার চারপাশ থেকে দেখছি। এসময় এমন আয়োজনের জন্য তিনি সংগঠনের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।
এসময় সংগঠনটির সদস্যরা মুক্তিযোদ্ধা এবং শহীদদের স্বরণে পর্যায়ক্রমে বিভিন্ন কবিতা আবৃত্তি করেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন




















