ইবিতে যশোর জেলা ছাত্রকল্যাণ সমিতির পুনর্মিলনী অনুষ্ঠিত
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/10/16973680246612.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) যশোর জেলা ছাত্রকল্যাণ সমিতির পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৫ অক্টোবর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী সাংস্কৃতিক কেন্দ্রের (টিএসসিসি) ১১৬ নং কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় অনুষ্ঠানে সংগঠনটির সভাপতি মুজাহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাদ্দাম হোসেন হলের প্রভোস্ট ও গণতি বিভাগের অধ্যাপক ড. আসাদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন হিসাববিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের সহকারী অধ্যাপক শাহাবুব আলম ও ইবি প্রেস ক্লাবের সহ-সভাপতি রুমি নোমান। এছাড়া সংগঠনটির সাধারণ সম্পাদক মৃদুল হাসান রাব্বিসহ প্রায় অর্ধ শতাধিক নবীন ও প্রবীণ সদস্য এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অতিথিদের বক্তব্যে ইবি প্রেসক্লাবের সহ-সভাপতি ও ডিবেটিং সোসাইটির সাবেক সভাপতি রুমি নোমান বলেন, ‘বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা হচ্ছে সর্বোচ্চ শ্রেণীর নাগরিক। এখানে শিক্ষার্থীরা বিশ্বমানের কার্যক্রম পরিচালনা করে। আমাদেরকে এখানে সকল কার্যক্রমে তাল মিলিয়ে চলতে হবে। সকলে একতাবদ্ধ হয়ে থাকবেন। আজকে যারা আপনাদের একতাবদ্ধ করেছে আগামীতে আপনারাও এভাবে চালিয়ে যাবেন। আপনাদেরকে বিশ্ববিদ্যালয়ে মেধার স্বাক্ষর রেখে যেতে হবে।’
সহকারী অধ্যাপক শাহাবুব আলম বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে পূর্বে এমন গঠিত সংগঠন ছিল না। তবে আজ অনেক শিক্ষক শিক্ষার্থী একত্রিত হয়েছে। আমাদের ঐক্যবদ্ধ হয়ে আন্তরিকতা নিয়ে চলতে হবে। একইসাথে আমাদের জীবনের একটা সুন্দর পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে হবে।’
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. আসাদুজ্জামান বলেন, ‘এক জেলা থেকে একত্রিত হতে পেরে আমরা আনন্দিত। তবে আমাদের সকল কাজে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনে কাজ করার পাশাপাশি পড়াশোনা ঠিক রাখতে হবে।’
পরে অনুষ্ঠানে সংগঠনটির নবীন সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং বিকেলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন