ইবিতে সততা ফোয়ারা চালু সহ বিভিন্ন দাবিতে মানববন্ধন
দীর্ঘদিন ধরে বন্ধ থাকা ইসলামী বিশ্ববিদ্যালয়ের অন্যতম সৌন্দর্যের নিদর্শন “সততা ফোয়ারা” চালু সহ বিশ্ববিদ্যালয়ের নানামুখী সমস্য নিরসনের দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
রবিবার (১৬ জুলাই) বেলা সাড়ে এগারোটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে তারা বিশ্ববিদ্যালয়ের কৃত্রিম সৌন্দর্যের রক্ষণাবেক্ষণ চাই, ফোয়ারার পানি কেন বন্ধ? প্রশাসন কি অন্ধ!, উচ্চগতির ইন্টারনেট কই, আমাদের ক্যাম্পাস কেন থাকবে অন্ধকার?, অনতিবিলম্বে ফোয়ারার পানি চালু চাই, প্রত্যেক হলে উচ্চগতির ইন্টারনেট সেবা চাই, ক্যাম্পাসে পর্যাপ্ত আলো চাই ও করোনা পূর্ব সৌন্দর্য ফিরে পেতে চাই ইত্যাদি দাবি সম্বলিত প্লেকার্ড নিয়ে অংশগ্রহণ করেন।
এসময় হোসাইন মোহাম্মদ বুলবুলের সঞ্চালনায় বক্তব্য প্রদান করেন মৃদুল হাসান, জোনায়েদ সোহাগ ও আসাদ। এসময় তারা সততা ফোয়ারা চালু, ইন্টারেট সমস্যা নিরসন, ক্যাম্পাসে পর্যাপ্ত আলো নিশ্চিতকরণ, করোনা পূর্ব সৌন্দর্য ফিরে আনা ও কৃত্রিম সৌন্দর্যগুলোর নিয়মিত রক্ষণাবেক্ষণ করার দাবি জানান।
শিক্ষার্থীরা বলেন, আমাদের অনেকে ইবির সৌন্দর্যে মুগ্ধ হয়ে এখানে ভর্তি হয়েছি। তবে আজ বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্যগুলো একে একে নষ্ট হয়ে যাচ্ছে। অথচ এদিকে প্রশাসনের কোন নজর নেই! আমরা অনতিবিলম্বে বিশ্ববিদ্যালয়ের সততা ফোয়ারা চালু সহ যাবতীয় সমস্যা নিরসনে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। যদি অতি দ্রুত এসব সমস্যা সমাধান না করা হয়, তাহলে আমরা পরবর্তী পদক্ষেপ নিবো।
পরে দুপুর সাড়ে বারোটার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের সাথে যাবতীয় সমস্যা নিরসনে কথা বলেন শিক্ষার্থীরা। এসময় উপাচার্য শিক্ষার্থীদের দাবিগুলোর সাথে একমত পোষণ করেন এবং সমাধানের আশ্বাস দেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন