ইবির অনু্ষ্ঠিত হতে যাচ্ছে অর্থনীতি বিভাগের প্রথম পুনর্মিলনী
ইসলামী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে। শনিবার (৪ ফেব্রুয়ারি) বেলা ১০ টায় বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগের উদ্দেগ্যে মীর মশাররফ হোসেন ভবনের সামনে এটি অনুষ্ঠিত হবে।
এর আগে শুক্রবার বিকাল ৪ টায় পিঠা উৎসবের মধ্য দিয়ে অনুষ্ঠানের অনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে।
শনিবার সকাল ১০ টায় আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হবে অনুষ্ঠানের মূল পর্ব। সকাল ১০ টা ৩০ মিনিটে অতিথিবৃন্দের আসন গ্রহণ, সকাল ১০ টা ৪৫ মিনিটে অতিথিবৃন্দকে ফুল দিয়ে বরণ, সকাল ১১ টায় পবিত্র ধর্মগ্রন্থসমূহ থেকে পাঠ, সকাল ১১ টা ১০ মিনিটে জাতীয় সংগীত পরিবেশন ও প্রয়াত অধ্যাপক ড. রহমত আলী সিদ্দিকী ও অধ্যাপক ড. আবুল কালাম আযাদসহ সকল প্রয়াত ছাত্রছাত্রীদের স্বরণে এক মিনিটের নিরবতা পালন, সকাল ১১ টা ২০ মিনিটে সভাপতি ও আহবায়কের সাগত বক্তব্য, সকাল ১১ টা ৩৫ মিনিটে অতিথিবৃন্দের বক্তব্য প্রদান, দুপুর ১২ টা ১০ মিনিট অতিথিবৃন্দকে ক্রেস্ট প্রদান, দুপুর ১২ টা ২৫ মিনিট সভাপতির সমাপনী বক্তব্য ও দুপুর ১২ টা ৫০ মিনিটে ফটোসেশন অনুষ্ঠিত হবে।
এরপর নামাজ ও খাবারের বিরতির পর বিকাল ২ টা ৩০ মিনিটে ইবি ” ইকোনমিক্স এলামনাই এসোসিয়েশন” এর সাংগঠনিক সভা ও ৩ টা ২০ মিনিটে র্যাফেল ড্র ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. শেখ আব্দুস সালাম এবং বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয় উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভুইঁয়া। এছাড়াও বিভিন্ন বিভাগের শিক্ষক-কর্মকর্তা, অর্থনীতি বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত থাকবেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন