ইসরাইলির সঙ্গে সেলফি তোলায় দেশই ছাড়তে হলো ইরাকী সুন্দরীকে
![](https://ournewsbd.net/wp-content/uploads/2018/06/image-60476-1529165928.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
ইসরাইলি তরণীর সঙ্গে সেলফি তোলায় শেষ পর্যন্ত সপরিবারে দেশই ছাড়তে হলো ইরাকী সুন্দরী সারাহকে।
যে ছবিটি নিয়ে এতো কাণ্ড সেটি প্রকাশ করা হয়েছিলো ইনসটাগ্রামে। সেখানে মিস ইরাক সারাক সারাহ’র সঙ্গে ছিলেন মিস ইসরাইল এডার গান্ডেলসম্যান – আর বিপত্তি বেঁধেছে সেটি নিয়েই।
কারণ এরপর এটি নিয়ে এতো বিতর্ক তৈরি হয় যে শেষ পর্যন্ত দেশ ছাড়তে হয় মিস ইরাক সারাহ’র পরিবারকে। খবর বিবিসির।
ইসরাইলকে নিয়ে মুসলিম দেশগুলোর মনোভাব সম্পর্কে সবারই জানা আছে। দখলদারীতার জন্য মধ্যপ্রাচ্য বা উপসাগরীয় অঞ্চলের বহু মানুষ ইসরাইলকে বা এর কোন নাগরিককে সহজ ভাবে নেয় না। ফলে ঝামেলা এড়াতে সুন্দরী প্রতিযোগিতা হোক আর অন্য যে কোন কিছুই হোক, ইসরায়েল ও আরব দেশগুলোর সবাই এমন স্পর্শকাতর বিষয় নিয়ে সচেতন থাকেন সবসময়।
মিস ইসরাইল এডার গান্ডেলসম্যানও তার বাইরে নন, আর সে কারণেই মিস ইরাকের সঙ্গে ইসরাইলি তরুণীর ছবি দেখে একের পর এক প্রাণনাশের হুমকিতে দেশ ছাড়তে হয় সারাহকে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন