ইসরাইলের কাছ থেকে ১০০ বালাকোট বোমা কিনছে ভারত
ভারত ইসরাইলের কাছ থেকে একশ’ স্পাইস বোমা কিনছে। বৃহস্পতিবার ভারতীয় বিমানবাহিনী এ ব্যাপারে তিনশ’ কোটি টাকার চুক্তি সই করেছে। ভারতে নয়া সরকার ক্ষমতায় আসার পরে এটিই প্রতিরক্ষা ক্ষেত্রে প্রথম চুক্তি।
চুক্তি অনুযায়ী ইসরাইল আগামী তিন মাসের মধ্যে অত্যাধুনিক স্পাইস বোমা ভারতকে হস্তান্তর করবে। এরফলে ভারতীয় বিমান বাহিনীর শক্তি আরও বাড়বে। গত ২৬ ফেব্রুয়ারি পাকিস্তানের বালাকোটে এয়ারস্ট্রাইকের সময় ইসরাইলের ওই বিধ্বংসী বোমা ব্যবহার করেছিল ভারত।
আজ (শুক্রবার) গণমাধ্যমের একটি সূত্রে প্রকাশ, এই বোমা ইতোমধ্যেই সুখোই-৩০ এর সঙ্গে পরীক্ষা করা হয়েছে। গত ফেব্রুয়ারিতে পাকিস্তানের বালাকোটে জৈশ-ই-মুহাম্মাদ সন্ত্রাসীদের নির্মূল করতে স্পাইস-২০০০ বোমা ব্যবহার করেছিল ভারত। পাকিস্তান সরকারের অবশ্য দাবি, ভারতীয় বিমানবাহিনী তাদের বনভূমিতে গোলাবর্ষণ করেছে।
স্পাইস বোমার বিশেষত্ব সম্পর্কে ভারতের গণমাধ্যমে বলা হয়েছে- এটি খুব সঠিক লক্ষ্যে শত্রুদের ধ্বংস করতে পারে। স্পাইস বোমা-২০০০ খুব সহজেই বাঙ্কার ধ্বংস করতে পারে। এটিতে ওয়ারহেড ব্যবহার করে সহজেই ভবন ধ্বংস করাও যায়।
স্পাইস-২০০০ সঠিক নির্দেশিত বোমা যা জিপিএস গাইডেন্স কিটের সাথে লাগানো হয় এবং এরফলে পতনশীল বোমাকে সঠিকভাবে ব্যবহার করা যায়। এটি সাধারণত ৬০ কিলোমিটারের মধ্যে আঘাত হানতে পারে। হিসাব কষে নির্দিষ্ট লক্ষ্যে বিস্ফোরণ ঘটানোর ক্ষেত্রে এই বোমার বিকল্প নেই। এর পাশাপাশি ইলেক্ট্রো-অপকিক্যাল ইমেজও ধরা পড়ে ক্যামেরায়।
কয়েক বছর আগে ভারত ইসরাইল থেকে স্পাইস-২০০০ স্মার্ট বোমার প্রায় ২০০টি ইউনিট কিনেছিল।
গণমাধ্যমের সূত্র মতে, জরুরিভিত্তিতে ওই বোমা কেনা হচ্ছে। যেকোনোভাবেই চলতি বছরের মধ্যে এই কেনাবেচা সম্পন্ন করতে চায় প্রতিরক্ষা মন্ত্রণালয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন