ঈদে বাবার বাড়ি যেতে না দেয়ায় নববধূর আত্মহত্যা
![](https://ournewsbd.net/wp-content/uploads/2017/06/domar_50682_1498742930.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
নীলফামারী ডোমারে ঈদে বাবার বাড়ি যেতে না দেয়ায় বিয়ের ৫৫ দিনের মাথায় আত্মহত্যা করেছেন সীমা আক্তার (১৮) নামের এক নববধূ।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টায় ডোমার পৌরসভার ৪ নং ওয়ার্ডের শাহী পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত সীমা জলঢাকা উপজেলা বালাপাড়া ইউনিয়নের পূর্ব বালাপাড়া গ্রামের শহীদুল ইসলামের মেয়ে। ৫৫ দিন আগে শাহী পাড়ার আকবর আলীর পুত্র আবেদ আলীর (২৩) সঙ্গে তার বিয়ে হয়।
সীমার বাবা শহিদুল ইসলাম জানান, দু’দিন আগে জামাই আমাকে ফোন দিয়ে জানায়, আপনার মেয়েকে নিয়ে যান। মেয়ে জানত আজ বৃহস্পতিবার ওকে নিয়ে যাব। নিয়ে যাওয়ার তিনঘন্টা আগে কী এমন ঘটনা ঘটল তাকে আত্মহত্যা করতে হল?
সীমার খালাতো বোন তানজিনা বলেন, ঈদের আগে আমার সঙ্গে সীমার মোবাইলে কথা হয়েছিল। তখন ও বলছিল, আমার এখানে একদম ভাল লাগছে না। আমাকে যেতে দিচ্ছে না। তোমরা আমাকে নিয়ে যাও।ওরা আত্মীয়তা করতে জানে না।
এ ব্যাপারে ডোমার থানার পরিদর্শক (তদন্ত) ইব্রাহিম খলিল বলেন,প্রাথমিকভাবে মনে হচ্ছে,মান অভিমান হতে পারে। ঘটনার তদন্ত চলছে। ময়নাতদন্তের লাশ পাঠানো হয়েছে।
এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন