ঈদের দিন সেলফি তুলতে গিয়ে প্রাণ গেল তরুণের
রাজধানীর বনশ্রী এলাকায় সেলফি তুলতে গিয়ে ছাদ থেকে পড়ে এক তরুণ নিহত হয়েছেন। নিহতের নাম মাহমুদুল হাসান হৃদয়। মঙ্গলবার (২২ আগস্ট) ঈদের দিন রাতে বনশ্রীর ই-ব্লকের ৮ নম্বর সড়কের ১ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত হৃদয় রাজধানীর খিলগাঁও মডেল কলেজের ম্যানেজমেন্ট বিভাগের প্রথম বর্ষের ছাত্র।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ক্যাম্প পুলিশের ইনচার্জ সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বাবুল মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে হৃদয় তার ছোট ভাই মেহেদী হাসানকে সাথে নিয়ে ছাদে যান। একপর্যায়ে তিনি ছাদ থেকে পড়ে যান। অচেতন অবস্থায় তাকে ঢামেকে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, নিহতের ভাই মেহেদী জানিয়েছেন, তারা সেলফি তুলতে ছাদে গিয়েছিলেন।
নিহতের মরদেহ ঢামেকে ময়নাতদন্ত করা হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন