ঈদের সকালে ঢাকায় ৩৭ মিলিমিটার বৃষ্টি, সারাদিনই ঝরবে

দেশবাসী বুধবার (৫ জুন) উদযাপন করছেন ঈদুল ফিতর। সকাল থেকেই বৃষ্টিপাতের কারণে দেশের বিভিন্ন জায়গায় কারণে ঈদের জামাতে ভোগান্তিতে পড়তে হয়েছে। জামাত শেষ হলেও ঈদের দিনের বাকি সময়টুকুও বৃষ্টির সঙ্গে নিয়ে কাটানো লাগতে পারে দেশের বড় একটা অংশের।

বাংলাদেশ আবহাওয়া অধিদফতর এমনটাই পূর্বাভাস দিচ্ছে। তাদের মতে, ঢাকাসহ পাঁচ বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে।

সকাল সাড়ে ১০টায় ঢাকাস্থ আগারগাঁও আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম বলেন, ‘আজ বুধবার ও কাল বৃহস্পতিবার সারা দেশেই বৃষ্টি হবে। সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত তিন ঘণ্টায় রাজধানী ঢাকায় ৩৬ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।’

সকাল থেকে বৃষ্টি হওয়ায় রাজধানীর নিচু এলাকাগুলোতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ব্যস্ততম ধানমণ্ডি ২৭ নম্বর, ফার্মগেট, বিজয় স্মরণি, আগারগাঁও এলাকায় হাঁটু পর্যন্ত পানি জমতে দেখা গেছে। এসব এলাকায় কোথাও কোথাও ইঞ্জিনে পানি ঢুকে গাড়ি বিকল হয়ে যেতে দেখা গেছে। পরে সেগুলোকে র‍্যাকার দিয়ে সরিয়ে নেওয়া হয়।