উখিয়ায় বাঁশভর্তি চলন্ত ট্রাক উল্টে নিহত ৫
![](https://ournewsbd.net/wp-content/uploads/2018/07/coxbazar01-20180716113237.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
কক্সবাজারের উখিয়ায় বাঁশবোঝাই একটি ট্রাক উল্টে পাঁচজন নিহত হয়েছেন।
এছাড়া দুর্ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার সকাল সাড়ে ৮ টায় উপজেলার বালুখালী কাস্টম অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, সড়কে বড় বড় গর্ত থাকায় বাঁশবোঝাই ট্রাকটি উল্টে গিয়ে টমটম ও সিএনজিচালিত অটোরিকশার ওপর পড়ে। এতে টমটম ও অটোর পাঁচ যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়।
উখিয়া সহকারী কমিশনার (ভূমি) একরামুল সিদ্দিক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন